Friday, June 29, 2012

প্রাকজ্যোতিষপুর থেকে গুয়াহাটি

প্রাকজ্যোতিষপুর  থেকে গুয়াহাটি:

তিহাসের পাতা ঘাটলে দেখা যায় কিভাবে প্রাকজ্যোতিষপুর থেকে ধীরে ধীরে আজকের গুয়াহাটি তৈরী হলো। একসময় এই পুরো অঞ্চলটার নাম ছিল কামরূপ, মহাভারতের কাহিনীতে এই জায়গা টিকে কামরূপ বলে চিন্হিত করা হয়েছে। মহাভারতের কাহিনী মতে তখন কামরুপে রাজত্ব করতেন দানব বংশীয় রাজারা। বলা হয়  এই  বংশের প্রতিষ্ঠাতা মহারাজা মহিরঙ্গ দানব।

                 দানব বংশের পতন নরকাসুরের হাতে। নরকাসুর হচ্ছেন কামরুপের সেই রাজা যিনি কামাখ্যা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। নরকাসুর নরক বংশের প্রতিষ্ঠাতা

No comments: