Wednesday, June 20, 2012

Photographs From Lumding

      লামডিং  কালীবাড়ি; সাথে হিন্দু মিলন মন্দির । যখন আমি স্কুলে পড়তাম সবাই মিলে  প্রায় সময়েই কালীবাড়ি ঘুরতে আসতাম । এখনো সেইদিন গুলির কথা খুব মনে পরে । পুচকো, আমি আর আমাদের ক্লাসের আরো তিন চারজন মিলে একসময় কালীবাড়ির আশেপাশে খুব আড্ডা মারতাম । সেই দিনগুলির কথা এখনো মনে আছে । 

জায়গা টা আমাদের বাড়ির পাশেই । বি এম বি স্কুলের সামনে যে রাস্তাটি লেভেল ক্রসিং এর দিকে যাই সেই রাস্তাটির ফটো । পাশ দিয়ে জন শতাব্দী ট্রেন যাচ্ছে । আর আকাশে চলছে মেঘ আর সূর্যর লুকোচুরি খেলা ।
রেলপথে লামডিং যাওয়ার পথে এক দৃশ্য । এক ঝিলের ধারে একজন মানুষ হাথ পা ধুচ্ছেন আর অন্যদিকে গরু একমনে ঘাস খেয়ে চলছে । সবুজে ভরা এক মনোরম  দৃশ্য । ছবিটাকে না তুলে থাকতে পারলাম না ।
লালে ভরে গেছে আমাদের বাড়ির বাগান । আমি তখন বাড়িতে গরমের ছুটিতে বেড়াতে গেছি । এতো দারুন লাগছিলো দেখতে, তাড়াতাড়ি ছবিটাকে তুলে নিলাম ।

No comments: